Cover Pic
অর্ণব রায় চৌধুরী এআরসি গ্রুপ সংস্থার কর্ণধার।
উনি মূলতঃ দক্ষিণ কলকাতার বাসিন্দা, তবে ওনার পেশাদার ও শৌখিন কাজকর্ম চলে সারা ভারতবর্ষে এবং বহির্বিশ্বের নানা দেশে। পেশাগতভাবে উনি শর্টফিল্ম ও ডকুমেন্টারির জগতে একজন ব্যতিক্রমী চিন্তাধারার সৃজনশীল ফিল্মমেকার ও ভিডিওগ্রাফার, এবং শখে অভিনেতা, সঙ্গীতশিল্পী, লেখক, ভাষ্যকার ও কারুশিল্পী।
ওনার ব্যক্তিগত জীবনটা নানা কারণে খুবই বিচিত্র এবং নাটকীয়ভাবে কেটেছে। জীবন ওনাকে শিখিয়েছে অনেক কিছু। উনি খুবই সাধারণ জীবনযাপন করা যুক্তিনির্ভর এবং মানবতাবাদী ব্যক্তি। ধর্ম, রাজনীতি, কোনো কিছুতেই উনি নেই, এবং লোভ, অহঙ্কার, হিংসা, ছলচাতুরী, ইত্যাদি থেকে উনি সম্পূর্ণ মুক্ত। হিউমার ওনার জীবনে খুব বড় ভূমিকা পালন করে।